গোয়ালন্দে শিশু যৌন হয়রানী প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত –

- Update Time : ০৯:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
- / ১৯ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
অবহেলিত শিশুদের যৌন হয়রানী হতে রক্ষা ও শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষক মিলনায়তন কক্ষে স্কুলের শিক্ষক-কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটির অংশ গ্রহণে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজিবী সংস্থা। আন্তর্জাতিক সংগঠন মালালা ফাউন্ডেশন ও নেদারল্যান্ডের ফ্রি এ গার্ল নামের সংগঠন এ প্রকল্পে অর্থায়ন করছে।
দেশের সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লীর কন্যা শিশুদেরকে তাদের মায়েদের পেশায় ফিরে যাওয়া হতে রক্ষা করা এবং পড়া লেখার মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে গত নভেম্বর হতে এ পল্লীতে কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজিবী সংস্থা। ইতিমধ্যে তারা দৌলতদিয়ায় ৮০ জন কন্যা শিশুকে শিক্ষা সহায়তার আওতায় এনেছে।
প্রকল্পের কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার শিক্ষকদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজিবী সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মোঃ এনামুল হক, প্রকল্পের দৌলতদিয়া কো-অর্ডিনেটর শাহনাজ খানম আখি, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, ম্যানেজিং কমিটির সদস্য সেলিম রেজা, সাংবাদিক ও শিক্ষক শামীম শেখ, সোনালী আক্তার,শিক্ষক জামাল উদ্দিন মোল্লা,আবুল কাসেম,আলাউদ্দিন আল আজাদ, জুয়েল গায়েন, পায়াকট বাংলাদেশ এর দৌলতদিয়া কার্যালয় ইনচার্জ সাংবাদিক শেখ রাজিব প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়