‘জার্নি টু ক্যারিয়ার’ অনুষ্ঠান সফল করতে গোয়লন্দ ফাউন্ডেশনের সাংবাদিক সম্মেলন –
- Update Time : ০৯:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
- / ১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে প্রথম বারের মত অনুষ্ঠিত ‘জার্নি টু ক্যারিয়ার’ অনুষ্ঠান সফল করতে শুক্রবার বিকেলে সংবাদিক সম্মেলন করেছে আয়োজক সংগঠন গোয়ালন্দ ফাউন্ডেশন। গোয়ালন্দ পৌরসভার আইসিটি কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ‘জার্নি টু ক্যারিয়ার’ অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আয়োজকবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, দেশে-বিদেশে বর্তমান চাকরির বাজারের চাহিদা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ‘জার্নি টু ক্যারিয়ার’ প্রগ্রামটি করা হচ্ছে। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান অন্যতম। আমরা লক্ষ্য করেছি গোয়ালন্দ উপজেলার শিক্ষিত প্রজন্মের একটা বড় অংশ কর্মসংস্থানের অভাবে বেকার হয়ে আছে। এই বেকারত্বের জন্য প্রধানযে বিষয়গুলো দায়ী তার মধ্যে অন্যতম হলো, চাকরির বাজার সমুহের সঠিক ধারনা না থাকা, একটি নির্ভুল জীবন বৃত্তান্ত তৈরী করতে না পারা এবং মৌখিক পরীক্ষায় কিভাবে নিজেকে তুলে ধরতে হয় সেই বিষয়ে সঠিক জ্ঞানের অভাব। আমরা যতদুর জানি কোন শিক্ষা প্রতিষ্ঠানেই আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় না। কেউকেউ ব্যক্তিগত উদ্দোগে অথবা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখিত বিষয়ে জ্ঞানার্জন করে থাকে, যদিও তা পর্যাপ্ত নয়। এই বিষয়েটি উপলব্ধি করে গোয়ালন্দ ফাউন্ডেশন শুধুমাত্র গোয়ালন্দ উপজেলার শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক সচেতনতা এবং চাকরি বাজারের জন্য নিজেকে প্রস্তুত করার লক্ষ্যে শনিবার সকাল ১০টায় গোয়ালন্দ পৌরসভা কনফরেন্স হলরুমে ‘জার্নি টু ক্যারিয়ার’ নামে একটি কবব্যারিয়ার সেমিনার করতে যাচ্ছে। প্রগ্রামে যা থাকছে, দেশে বিদেশে বর্তমান চাকরির খোছজ খবর, একটি নিভ’ল জীবনবৃত্তান্ত তৈরির কৌশন ও মৌখিক পরীক্ষা/ইন্টারভিউ এ নিজেরকে কিভাবে তুলে ধরতে হয় তার প্রস্তুতি।
প্রথম ধাপে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে ২০ জনকে মৌখিক পরীক্ষা/ইন্টারভিউ এর জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের স্পটে লাইভইন্টার এর মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে বাছই করে পুরস্কৃত করাসহ বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানে চকরির জন্য সহযোগিতা করা হবে। ‘জার্নি টু ক্যারিয়ার’ এর ইন্টারভিউ বোর্ডে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশার উচ্চ পদস্থ ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফাউন্ডেশনের সদস্য ইঞ্জিনিয়ার ফকীর আব্দুল মান্নান, বিডিজবস এর সহাকারী পরিচালক শোয়েব হাসান, আশরাফুল আলম, শেখর আহমেদ বাবু, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, প্রকৌশলী জুয়েল বাহাদুর প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ পাল, রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক ও সমকাল প্রতিনিধি আজু শিকদার, প্রথম আলো প্রতিনিধি রাশেদুল হক রায়হান, যুগন্তর প্রতিনিধি শামীম শেখ, রাজবাড়ীবিডি.কম এর বার্তা সম্পাদক কুদ্দুসুল আলম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়