রাজবাড়ী পৌর আ:লীগের উদ্যোগে আনন্দ র্যালী ও পথসভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
- / ১৮ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে পরিচালিত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী করেছে রাজবাড়ী পৌর আওয়ামীলীগ।
বৃহস্পতিবার বিকালে পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়। এ সময় র্যালীটি শহরের বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন স্মৃতি ফলকে এসে পথসভায় মিলিত হয়।
পরে সেখানে রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আশরাফুল হাসান আশা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা মহিলা লীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, যুগ্ম-সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, আইন বিষয়ক সম্পাদিকা এ্যাডঃ উমা সেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, যুবলীগ নেতা আলমগীর শেখ তিতু, জেলা কৃষকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা যুবলীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি রকিবুল হাসান পিন্টু, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক আবুল হোসেন শিকদার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকারিয়া মাসুদ রাজিব।
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেন, ষড়যন্ত্র করে কোন লাভ নাই, বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে এবং যাবে, যার প্রমান বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ। বিএনপি ক্ষমতায় থ্কালে জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি হয়। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়। আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে । শেখ হাসিনা ও নৌকার কোন বিকল্প নাই। অতিদ্রুত রাজবাড়ীতে একটি পলিটেকনিক ইনস্টিটিউট করা হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে কারিগরি ট্রেড চালু করা হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। রাজবাড়ীতে যে বিদ্যুৎতের সমস্যা আছে তা সাব গ্রীড স্টেশনের উদ্বোধনের মাধ্যমে দুর হবে, যার উদ্বোধন এ মাসেই। এছাড়া রাজবাড়ী সদর হাসপাতাল আড়াইশ শয্যায় উন্নিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়