বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা কাটছে- রাজবাড়ীতে ২৭ মার্চ গ্রীড উপ-কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন –
- Update Time : ১০:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৭ মার্চ বিকেল সাড়ে ৩ টায় নবনির্মিতব্য রাজবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিনক্ষণ ধার্য করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
ওই অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জানাগেছে, রাজবাড়ী জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পার্শ্ববর্তী ফরিদপুর ও কুষ্টিয়া জেলার উপর নির্ভরশীল। রাজবাড়ীতে বিদ্যুতের মুল সমস্যা কোন বিদ্যুৎ গ্রীড স্টেশন না থাকা। বিদ্যুৎ বিভাগ রাজবাড়ী জেলায় ৭৫ কোটি টাকা ব্যয়ে গ্রীড স্টেশন নির্মাণের জন্য জার্মানী কোম্পানী সিমেন্স এর সাথে ইতোমধ্যে চুক্তি সম্পাদন করেছে।এ প্রকল্পের নির্মাণ কাজ আগামী ১৫ মাসের শেষ হবে। ভেড়ামারা-ফরিদপুর ১৩২ কেভি সঞ্চালন লাইন হতে রাজবাড়ী গ্রীড সাব-স্টেশন পর্যন্ত ৫ কিমি এক্সটেনশন লাইন এবং রাজবাড়ী হতে ভেড়ামারা পর্যন্ত উক্ত সঞ্চালন লাইনের ৮০ কিমি স্ট্রেনদেনিং কাজ মালয়েশিয়ার একটি কোম্পাদীকে দেয়া হয়েছে। এ ছাড়া ফরিদপুর হতে রাজবাড়ী পর্যন্ত দীর্ঘদিনের পুরনো ৩৩ কেভি সঞ্চলন লাইনের পাশ দিয়ে আরও একটি ৩৩ কেভি সঞ্চালন লাইনের কাজ ওজোপাডিকো কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। ওজোপাডিকো সাব-স্টেশনের সক্ষমতা আরও ১০এমভিএ বৃদ্ধিসহ অভ্যন্তরীণ লাইনের মেরামত কাজ চলছে। ইতোমধ্যে জেলা প্রশাসন ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপির উদ্যোগে রাজবাড়ী জেলায় বিদ্যুৎ সরবরাহ ৫ মেগাওয়াট বৃদ্ধি করা হয়েছে। গ্রীড স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়ন হলে আগামী দেড় বছরের মধ্যে রাজবাড়ী জেলার বিদ্যুৎ সমস্যার একটি পরিপূর্ণ সমাধান হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার কর্মসূচি বাস্তবায়িত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়