রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা –
- Update Time : ১০:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
- / ১১ Time View
রুবেলুর,টুটুল,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যাকে সামনে রেখে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণে যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
পড়ে কলেজের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপধ্যক্ষ একেএম ইকরামুল করিম, শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, উদপান কমিটির আহ্বায়ক এসএম সামছুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, প্রভাষক আহসান হাবীব, সুরজিৎ চক্রবর্তী, তানজিন তামান্না, রাহানাতুল ফেরদৌস প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়