বালিয়াকান্দিতে বাল্য বিয়ে বন্ধ করায় রক্ষা পেল সাথীর শিক্ষা জীবন –

- Update Time : ০৯:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
- / ৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
বাড়িতে রান্নার কাজ চলছে, এরই মধ্যে এসে গেছে নিকট আত্মীয় স্বজন। বিয়ের সব আয়োজন সম্পন্ন। বিকালে আসবে বর। ঠিক এমন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার বার্তা নিয়ে হাজির উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম ও উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ। বললেন ‘এ বিয়ে হবে না। মেয়েটির শিক্ষা জীবন রক্ষা করতে হবে’। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বাগমারা গ্রামে। বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া সাথী আক্তার জাকির বিশ্বাসের কন্যা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও বাগমারা গ্রামের জাকির বিশ্বাসের কন্যা সে। ‘ভালো ছেলে পেয়েছি, পরে আর পাওয়া যাবে না’ এ ভরসায় বাবা মেয়ে সাথী আক্তারের সাথে বিয়ে ঠিক করেন পার্শ্ববর্তী গ্রামের এক তরুনের সাথে। বাল্য বিয়ের খবর জানতে পেরে ওই কনের বাড়ীতে পাঠানো হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম ও উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু সাঈদকে। তারা তাদেরকে ওই বাড়ীর অভিভাবকদের তার কার্যালয়ে নিয়ে আসেন। এসময় কনের বাবাকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বলা হলে, এতে মেয়েটির লেখাপড়া নষ্ট হবে। অল্প বয়সে মা হলে তার ও নবজাতকের স্বাস্থ্যহানি ঘটবে। দুটি জীবন বিপন্ন হবারও আশংকা থাকবে। দুটি পরিবারেও এর বিরুপ প্রভাব পড়বে। এ সময় মা তার শিশুকে নিয়ে অসহায় হয়ে পড়বে। এ কথায় সম্মত হয়ে মেয়ের মা ও মেয়ের চাচা প্রাপ্ত বয়স্ক না হবার আগে বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুুতি দেন। পরে মেয়ের মা একটি মুচলেকায় স্বাক্ষর করেন। পরে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়