রাজবাড়ীতে স্বল্পোন্নত দেশের স্ট্যটাস হতে বাংলাদেশের উত্তোরনের অর্জন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত-

- Update Time : ০৯:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্বল্পোন্নত দেশের স্ট্যটাস হতে বাংলাদেশের উত্তোরনের অর্জনে ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক এ সাফল্য অর্জনের কৃতিত্ব হিসেবে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা মোক্তার আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রেবেকা খান,সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা,প্রেস ক্লাব সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক প্রমূখ।
সভায়, জাতীসংঘ কতৃক ঘোষিত বাংলাদেশ আজ স্বল্পেন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হওয়ায় বিশ্বের কাছে মাথা উচু করে দ্বাড়িয়েছে।
বাংলাদেশ গত চার বছরে চারগুন উন্নয়নে ধাবিত হয়েছে-তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতে,ঢাকা রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের উন্নয়নে ৩৯৫ কোটি টাকা ,শহর রক্ষা বাধ ও নদী ভাঙ্গন থেকে রক্ষায় ৩৫৫কোটি টাকা ব্যায়ে ইতমধ্যে কাজ চলছে এবং এলজিইডির বাস্তবায়নে বিভিন্ সড়ক উন্নয়নে ৩৮০ কোটি টাকা এবং দৌলতদিয়া পাটুরিয়া ঘাট ৭ কিলোমিটার এলাকাা রক্ষা ও সংস্কারে ৮৫০ কোটি টাকা ব্যায়ে প্রকল্প বাস্তবায়নের কথা চলছে ।তাছাড়া রাজবাড়ীতে একটি গ্রিড সাব স্টেশনের কাজ আগামী ৩০ মার্চ উদ্বোধন করা হবে যা ১৫ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়