গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত কমিটিই বৈধ ঘোষনা করলেন শিক্ষা প্রতিমন্ত্রী-

- Update Time : ০৮:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
- / ১৬ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ইতিমধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ নিয়ে অনেক পানি ঘোলা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কামিটি অনুমোদনের পর জেলা কমিটি আরেকটি কমিটির অনুমোদ দেয়। দু’টি কমিটিই নিজেদের বৈধ কমিটি দাবি করে আসছে। এ পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী সোমবার বিকেলে কেন্দ্র অনুমোদিত কমিটিকেই বৈধ ঘোষনা করেন।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারী মেহেদী হাসান রুবেলকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারন সম্পাদক করে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন। এরপর রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অভিযোগ করে আসছিলেন, জেলা ও উপজেলা ছাত্রলীগকে অন্ধকারে রেখে পূর্বের কমিটি বিলুপ্ত না করেই কেন্দ্রীয় কমিটি গোপনে কমিটির অনুমোদন দিয়েছে। এ নিয়ে ছাত্রলীগের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সংঘর্ষ এড়াতে ১২ মার্চ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী আওয়ামীলীগ ও ছাত্রলীগের যৌথ সভার আয়োজন করে। যৌথ সভায় ছাত্রলীগের সকল পক্ষকে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না করার নির্দেশ দেয়া হয়।
২৪ মার্চ নাজিমুল ইসলাম বৃটেনকে সভাপতি ও তুহিদ দেওয়ানকে সাধারন সম্পাদক করে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেন। সেই সাথে গোয়ালন্দ পৌর ও গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এর একদিন পর কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহন করা হবে না এ মর্মে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়। এ পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগের দু’টি কমিটি আলাদা ভাবে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছে।
এদিকে ছাত্রলীগসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের মধ্যে চলমান দন্দ্ব নিরসনের লক্ষ্যে সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাদের সাথে আলোচনায় বসেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এসময় তিনি অন্যান্য আলোচনা শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত গোয়ালন্দ উপজেলা কমিটিকে বৈধ কমিটি ঘোষনা করেন। আলোচনায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লা, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল কেন্দ্র অনুমোদিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক প্রমুখ।
এ প্রসঙ্গে কেন্দ্র ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন, স্থানীয় সংসদ সদস্য শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সাথে সমন্বয় করে কেন্দ্রীয় কমিটি গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে। তিনি এ এলাকার আওয়ামী রাজনীতির অভিভাবক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। এতে যারা দ্বিমত পোষন করেছেন তারা অবশ্যই ভুল পথে রয়েছে। আমরা মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগ্যদেরকেই তিনি নেতৃত্বে এনেছেন। এ বিষয় নিয়ে বিতর্কের কোন সুযোগ নেই।
ছাত্রলীগের জেলা কমিটি অনুমোদিত উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন দেওয়ান জানান, গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রলীগ গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করেছে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা কমিটি অনুমোদন দেবে আর জেলা ছাত্রলীগ উপজেলা কমিটির অনুমোদন দেবে। আমারা জেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সংগঠন করছি। এ ক্ষেত্রে কে কি বললো তা নিয়ে আমরা ভাবছি না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়