“জাতীয় মহিলা সংস্থা” রাজবাড়ী জেলা শাখার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন –

- Update Time : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮
- / ১৬ Time View
ইমরান, টুটুল, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধিন “জাতীয় মহিলা সংস্থা” রাজবাড়ী জেলা শাখার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানাগেছে। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে সংস্থার পক্ষ থেকে দেয়া ২২ লাখ ৪২ হাজার ৩শত ৭৯ টাকা ঋণ আদায়ে বাঁধা প্রদান করা হচ্ছে। ওই ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে সংস্থার শিক্ষার্থীরা কালেক্টরেট চত্বরে মানববন্ধন কর্মসূচী পালনের পাশাপাশি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি ও রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে পৃথক ভাবে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, সদস্য জেরিন খন্দকার, সদস্য শাহিদা খাতুন, শিরিন আক্তারসহ সংস্থার শতাধিক শিক্ষার্থী।
সংস্থার রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন বলেন, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর তিনি “জাতীয় মহিলা সংস্থা” রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দয়িত্ব গ্রহণের পর তিনি দেখতে পান আগের দায়িত্ব প্রাপ্ত কমিটি ২২ লাখ ৪২ হাজার ৩শত ৭৯ টাকা ঋণ অনাদায়ি রেখে গেছে। কেন্দ্র থেকে তাকে ওই ঋণ আদায়ের নির্দেশ দেয়। তিনি ঋণ আদায়ের কাজ শুরু করতেই একটি অশুভ শক্তি ওই টাকা আদায়ে বাঁধা দেয়ার পাশাপাশি তার এবং সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সেই সাথে রাজবাড়ী কার্যালয়ে যোগদান করা ফারজানা আক্তার নামে এক জন ট্রেড প্রশিক্ষককে দিয়ে সংস্থার কাঁচামালের ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়া এবং নগর ভিত্তিক উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে। যে কারণে ওই ট্রেড প্রশিক্ষককে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়