রাজবাড়ীর খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত –

- Update Time : ১০:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
- / ৩২ Time View
নজরুল, ইমরান, টুটুল, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি(বিপিএম), সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মহিউদ্দিন, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক প্রফেসর মো. আব্দুস সামাদ শেখ, তমিজুদ্দিন খান ট্রাষ্টের চেয়ারম্যান নাজমুল হুদা, রাজবাড়ী জেলা আ:লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোরহাব, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম রহমান সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়