বালিয়াকান্দিতে শ্রেণী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে পাঠদান –
- Update Time : ০৯:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
- / ১৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
নেই কোন বেঞ্চ, নেই বসার কোন ব্যবস্থা, সবুজ ঘাসের উপর বসেই শ্রেণী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে পাঠদান করতে বাধ্য হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এ চরম ভোগান্তি থেকে মুক্তি চায়।
আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ঋনু খাতুন, ইমন শেখ, তানিয়া আক্তার, সোহেল রানা জানায়, শ্রেণী কক্ষের অভাবে রোদ, বৃষ্টি উপেক্ষা করেই তাদেরকে প্রতিনিয়ত খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়। এভাবে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়ার ফলে অনেক সময় অমনোযোগী হয়ে যায়। পাশ দিয়েই রাস্তা থাকার কারণে অনেক যানবাহন ও লোকজন চলাচল করে। তারা দ্রুত শ্রেণী কক্ষের ব্যবস্থা করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছে।
খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া শিক্ষক বিলকিছ খাতুন জানান, তিনি অর্থনীতির ক্লাস নিচ্ছেন। প্রতিনিয়তই শ্রেণী কক্ষ সংকটের কারণে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়। তবে দ্রুত কক্ষের ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে জানান, আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে ১২জন শিক্ষক, ৪জন কর্মচারী রয়েছে। বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে ১০৩ জন, ৭ম শ্রেণীতে ১২৬জন, ৮ম শ্রেণীতে ১৪০জন, নবম শ্রেণীতে ১২৮জন ও দশম শ্রেণীতে ১১৪জনসহ ৬১১জন শিক্ষার্থী রয়েছে। স্কুলের লাইব্রেরী কক্ষ ২টি, একটি মাল্টিমিডিয়া ক্লাস রুম, শ্রেণী কক্ষ ৫টি রয়েছে। তবে শিক্ষার্থী অনুসারে কক্ষ সংকট হওয়ার কারণে ঝড়, বৃষ্টি, রোদ উপেক্ষা করেই খোলা আকাশের নিচে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসসহ সকলেই অবগত রয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমাকে অবগত করেছিল। স্কুলটির শ্রেণী কক্ষের ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়