রাজবাড়ীতে বঙ্গবন্ধু’র ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত –

- Update Time : ১০:১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযথ মর্যাদার সাথে রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের মহিলা এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান, সহকারী পুলিশ সুপার রাকিব খান প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়