বঙ্গবন্ধু’র জন্মদিবস উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি। আজ শনিবার ছিল মহান এই নেতার ৯৯ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। তা উপলক্ষে আজ বিকালে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধু’র সংগ্রামী জীবন নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পুলিশ সুপার সালমা সিদ্দিকা মিলি বিপিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ মোহাম্মদ রাকিব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম। উপস্থিত ছিলেন, ডিআইও ওয়ান জহুরুল ইসলাম, আর আই শাহ আলম হাওলাদারসহ উদ্ধর্তন কর্মকর্তারা। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়