পাংশায় প্রেমের সম্পর্কের জের ধরে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২ –

- Update Time : ০৯:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ৩০ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় প্রতিবেশী কলেজ ছাত্রীর সঙ্গে প্রেমের জের ধরে মিরাজুল শেখ (৩০) নামে এক যুবককে চোরের অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার পৌর শহরের মত্তিডাঙ্গা গ্রামের খালেক শেখের ছেলে। শনিবার সকালে পৌর শহরের মত্তিডাঙ্গা গ্রামের আজিজ মোল্লার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে ওই কলেজ ছাত্রী পলাতক রয়েছে।
নিহতের পিতা খালেক শেখ বলেন আমার ছেলেকে মেরে চোর সাজানোর চেষ্টা করা হচ্ছে আমার ছেলেকে মুঠোফোনে ডেকে নিয়ে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে আমি এর সঠিক বিচার দাবী করছি।
নিহতের চাচা মজিবর শেখ জানান, প্রতিবেশী আজিজ মোল্লার কলেজে পড়–য়া মেয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। সেই বিষয়কে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে ওই কলেজ পড়–য়া মেয়ে মিজারুলকে ফোন যোগে তার বাড়িতে ডেকে নিয়ে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে।
শনিবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক মিজারুলকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় নিহতের পিতা খালেক শেখ বাদী হয়ে পাংশা থানায় ৫ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছে। পাংশা থানা পুলিশ ওই কলেজ ছাত্রীর পিতা আজিজুল মোল্লা ও তার ছেলে জোবায়েদ মোল্লাকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হেসেন বলেন চোর সন্দেহে মিরাজুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়