রাজবাড়ীর ভাজনচালা মাদরাসায় ৩০ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান –
- Update Time : ০৯:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ১৯ Time View
সাজিদ হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দারুল উলুম ভাজনচালা মাদরাসার ৩০ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে সমাপ্ত হয়।
মাহফিলে প্রধান মেহমান ছিলেন হযরত আঃ কাদের জিলানী (রহ.) এর বংশধর, বিশে^র ১০০ দেশ ভ্রমণকারী বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি নজরুল ইসলাম কাসেমী- খতিব, বাদামতলী জামে মসজিদ, ঢাকা। বিশেষ মেহমান ছিলেন হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ আল-ফরিদী, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া, যাত্রাবাড়ী, ঢাকা। আলহাজ¦ মাওলানা আমিনুল ইসলাম কাসেমী- মুহতামিম, নিজামিয়া মাদরাসা, গোয়ালন্দ, রাজবাড়ী। আরো বক্তব্য রেখেছেন মাওলানা মোফাজ্জেল হুসাইন আব্বাসী- ইমাম, উপর বাজার জামে মসজিদ, রাজবাড়ী। মাহফিলে সভাপতিত্ব করেন, আলহাজ¦ মোহাম্মাদ আলী খান- সাবেক অধ্যক্ষ, রাজবাড়ী সরকারী কলেজ। মাফফিল পরিচালনা করেন, অত্র মাদরাসার মুহতামিম, হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা। শুভাকাংখিদের মধ্য থেকে বক্তব্য রাখেন এ্যাডভোকেট এম, এ, খালেক- চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, রাজবাড়ী।
দারুল উলুম ভাজনচালা মাদরাসা থেকে এ বৎসর ৩০জন ছাত্র পবিত্র কুরআনের হাফেজ হয়েছে, তাদেরকে প্রধান মেহমানের হাতে সম্মানের পাগড়ী প্রদান করা হয়েছে। মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হাজার হাজার ধর্মপ্রান মুসলমান উপস্থিত ছিলেন। মাহফিলে কুরআন ও হাদীসের আলোকে হিদায়েত মূলক ইসলামের সঠিক ও হিদায়েতের পথের দিকে মানুষদেরকে আহবান করা হয়।
দাওরায়ে হাদীস (মাষ্টার্স) জামাত খোলা হয়েছে রাজবাড়ীর ভাজনচালা মাদরাসায় ঃ দারুল উলুম ভাজনচালা মাদরাসায় অনেক প্রচেষ্টার পর খোলা হইল দাওরায়ে হাদীস (মাষ্টার্স) জামাত। ইনশাআল্লাহ- আগামী রমযানের পরে ৮ই শাওয়াল থেকে নূরানী (মক্তব), হিফজুল কুরআন ও কিতাব বিভাগে দাওরায়ে হাদীসসহ সকল জামাতে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু করা হবে। তবে পুরাতন ছাত্রদের জন্য রমযানের মধ্যেও ভর্তি হওয়ার সুযোগ থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়