আন্তর্জাতিক শিশু দিবসে আবৃত্তিতে প্রথম হলো বালিয়াকান্দির জাকিয়া সুলতানা –

- Update Time : ০৯:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
- / ২৪ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ীতে অনুষ্ঠিত আবৃত্তি, নৃত্য,গান,রচনা প্রতিযোগীতা,কুইজ ও উপস্থিত বক্তৃতার উপর সনদ পত্র ও পুরস্কার বিতরন করা হয়েছে।
সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাকিয়া সুলতানার হাতে সনদপত্র তুলে দেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী,জেলা প্রশাসক মোঃ শওকত আলী,পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,জেলা পরিষদ চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার,রাজবাড়ী সিভিল সার্জন মোঃ রহিম বকস,পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী,জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান,রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ড.একেএম আজাদুর রহমান,অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক)রেবেকা খান,অতিরিক্তজেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুর রহমান।
দিবসটি উপলক্ষে আবৃত্তি প্রতিযোগীতায় রাজবাড়ী জেলায় বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জাকিয়া সুলতানা প্রথম স্থান অধিকার করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সনদ পত্র প্রদান করা হয়। জাকিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের মেয়ে।সে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় প্রথম স্থান অধিকার করায় স্বীকৃতি স্বরুপ সনদ পত্র বিতরন করা হয়। আবৃত্তিতে জেলায় প্রথম স্থান অধিকার করায় জাকিয়ার সুলতানার বাবা কামরুজ্জামান বিশ্বাস আনন্দে আত্মহারা হয়ে কান্নায় বিজরিত হতে দেখা যায়।
দিবসটি উপলক্ষে আবৃত্তি ,নৃত্য,গান,রচনা প্রতিযোগীতা,কুইজ ও উপস্থিত বক্তৃতার উপর সনদ পত্র ও পুরস্কার বিতরন করা হয়।
এবং জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনীর উপর লেখা বই তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়