রাজবাড়ী অফিসার্স ক্লাবের উদোগে নবাগত এসপি’কে বরণ ও সদর ইউএনও’র বিদায় সংবর্ধনা –

- Update Time : ০৯:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী অফিসার্স ক্লাবের উদ্যোগে শুক্রবার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত সাহিত্যিক মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএমকে আনুষ্ঠানিক ভাবে বরণ এবং রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুর মহল আশরাফীকে বদলী জনীত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাজবাড়ী অফিসার্স ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের দু’জনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, বিদায়ী সাধারন সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুর মহল আশরাফী, এন,এস,আ্ইয়ের উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, ডিডিএলজি ড. আজাদুর রহমান, জেলা প্রশাসকের সহধর্মিনী মর্জিনা বেগম, পুলিশ সুপারের স্বামী সাজ্জাদ হোসেন, রাজবাড়ী সিভিল সার্জন ডা. রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আব্দুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নবাগত নির্বাহী অফিসার সাহিদুজ্জামান খান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তোফায়েল আহম্মেদ, বালিয়াকান্দি থানার অফিসার্স ইনচার্জ হাসিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়