ইয়াবা, অস্ত্র ও গুলিসহ ফরিদ গ্রেপ্তার হবার ঘটনায় রাজবাড়ী থানায় পৃথক দু’টি মামলা –

- Update Time : ০৯:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে সাংবাদিক রিমন হত্যা মামলার আসামি ফরিদ হোসেন (২৭) কে একটি ওয়ান সুটার গান, দুই রাউন্ড গুলি ও ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। ফরিদ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিনগর গ্রামের আমজাদ সেখ ছেলে।
জেলা গোয়েন্দা শাখার এসআই নিজাম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজবাড়ীর সদর উপজেলার সূর্যনগর গ্রামের বাসিন্দা ও ফোকাস বাংলার সাংবাদিক রিমন হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ২০১৩ সালে কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক রিমনকে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিনিয়ে নিয়ে যায়। ২০১৬ সালে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার তৎকালিন ওসি শহিদুল ইসলাম আদালতে চার্জশীট প্রদান করেন। যে মামলায় গ্রেপ্তার হবার পর সাড়ে ৪ মাস কারাগারে অবস্থানের পর সাম্প্রতি সে জামিনে বের হন এবং জামিনে বেড়িয়ে আসার পর থেকেই সে নানা রকম অপকর্মের সাথে যুক্ত হয়। গ্রেপ্তার হবার পর আজ শুক্রবার সালে জেলা গোয়েন্দা শাখার এসআই জাফার আলী বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে রাজবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। ওই অভিযানে ডিবি পুলিশের এসআই জাফার আলী খান, এএসআই মেহেদী ও এএসআই জামিলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়