ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য হলেন বালিয়াকান্দির শহিদুল ইসলাম –

- Update Time : ১০:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
- / ২৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মোঃ শহিদুল ইসলাম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য নির্বাচিত হয়েছেন।
গত বুধবার বিকালে ঢাকা রেঞ্জের ডিআইজি’র সম্মেলন কক্ষে “ঢাকা রেঞ্জের মাসিক ক্রাইম কনফারেন্স” অনুষ্ঠিত হয়। ওই কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য (ঢাকা রেঞ্জ) হিসেবে শহিদুল ইসলামের হাতে প্রথম পুরস্কার ক্রেষ্ট ও সনদপত্র তুলেদেন, ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুলাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম পিপিএম, আবু কালাম সিদ্দিক এবং রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএমসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, সকাল, দুপুর, রাত যখনই শহিদুল ইসলামকে ডাক দেওয়া যায়, তখনই শহিদুল বাই সাইকেল চালিয়ে থানায় এসে হাজির। কোথায় যেতে হবে? তার পর শুরু হয় তার পুলিশের সাথে ছুটে চলা। মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামী, মামলার আসামী গ্রেপ্তারে সে সব সময় পুলিশকে সহোযোগিতা করে আসছে। কাজের প্রতি সম্মান বোধ এবং পেশাদারিত্ব থাকার কারণে সে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।
এ প্রসঙ্গে গ্রাম পুলিশ সদস্য শহিদুল ইসলাম জানান, তার দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার অপরাধীদের আইনের আওতায় আনতেই তিনি পুলিশকে সব সময় সহযোগিতা করেন। তার এ পদক প্রাপ্তি তাকে কাজে আরো উৎসাহ যোগাবে।
রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম জানান, রাজবাড়ীর একজন গ্রাম পুলিশ সদস্য ভাল কাজের জন্য পুরস্কৃত হয়েছে এটা আমাদের জন্য গর্বের এবং অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়