রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত –

- Update Time : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
- / ৩১ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” এই স্লোগানকে বুকে ধারন করে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। সেই সাথে এ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় ১৩ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, রাজবাড়ী চেম্বার কমার্স অব ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক মোঃ জাকির হোসেন, রাজবাড়ীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, রাজবাড়ী ব্যবসায়ী সমিিতর সাধারন সম্পাদক ছমির উদ্দিন, জেলা মার্কেটিং কর্মকর্তা মোঃ আকমল হোসেন প্রমূখ। সভা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচার ও বাস্তবায়নের লক্ষে জেলার বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় ১৩ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়