প্রেমের ফাঁদে ফেলে দশম শ্রেণীর ছাত্রীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচারের চেষ্টা –
- Update Time : ০৮:৫৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
- / ১৯ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে যৌনপল্লীতে পাচারের চেষ্টা কালে গত বুধবার সন্ধ্যায় দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয়রা। সে খুলনার এক দরিদ্র পরিবারের সন্তান ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
কিশোরী ও তার অভিভাবকদের অনুরোধে স্থানীরা কিশোরীকে পুলিশে সোপর্দ না করে অভিভাবকদের হাতে তুলে দেন।
উদ্ধার হওয়া কিশোরী জানায়, প্রায় এক বছর ধরে রাজবাড়ী শহরের বাসিন্দা পরিচয় দিয়ে তানজিনুল ইসলাম শ্রাবন নামের এক যুবক তার সাথে মোবাইল ফোরেন মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে আমাকে ঢাকায় তার কর্মস্থলে নিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। আমি তার কথায় বিশ্বাস করে গত মঙ্গলবার সকালে বাড়ী থেকে বের হই। খুলনা থেকে বাসে উঠে দুপুরের দিকে রাজবাড়ীর বসন্তপুর এলাকায় আসলে শ্রাবনের সাথে আমার দেখা হয়। সেখানেই সে আমাকে বাস থেকে নামতে বলে। এরপর সে আমাকে তার বোনের বাড়ীর কথা বলে এক বাড়ীতে নিয়ে যায়। সেখানে রাতে রাখার পর ঢাকায় নেয়ার কথা বলে পরদিন বুধবার দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে। এরপর সে আমাকে একটা বাসে বসিয়ে রেখে আমার মোবাইল ফোন চার্জ দেয়ার কথা বলে ফোনটি নিয়ে চলে যায়। এসময় তার প্রতারনার বিষয়টি আমি টের পেয়ে কান্না-কাটি করতে থাকলে স্থানীয় কয়েকজন এসে আমাকে উদ্ধার করে।
উদ্ধারকারী আরিফ বেপারী, আব্দুল কাদের শেখ, রমেশ রায়সহ কয়েকজন জানান, মনে হচ্ছে মেয়েটি পাচারকারী চক্রের হাতে পড়েছিল। পাচার করার উদ্দেশ্যেই তাকে দৌলতদিয়ায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু সুযোগ না পাওয়ায় ফেলে রেখে পালিয়েছে। আমরা মেয়েটির কাছ থেকে তার অভিভাবকদের ফোন নাম্বার নিয়ে বিষয়টি জানালে তারা ও মেয়েটি পুলিশকে এ ঘটনা না জানানোর অনুরোধ করেন। পরে রাত ৮ টার দিকে খুলনা থেকে অভিভাবকরা এসে মেয়েটিকে নিয়ে যায়।
এ দিকে কিশোরীর দেয়া শ্রাবনের দুটি মোবাইল নাম্বারে (০১৭৬৫৩২২০১০ ও ০১৯৬৫৩২২০১০) কয়েক দফা যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়