মাত্র এক টাকার ডিসিআরের মাধ্যমে জমি পেলেন ভুমিহীনরা – রাজবাড়ীর ডিসি-
- Update Time : ০৮:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার তিনটি ইউনিয়নের ৫৬ জন ভূমিহীন নারী-পুরুষের মাঝে কৃষি খাস জমি বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে ওই সব ভুমিহিনদের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুর মহল আশরাফি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এমএ খালেক। উপস্থিত ছিলেন, সদর থানার ওসি তারিক কামাল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উদ্ধর্তন কর্মকর্তারা। পরে সদর উপজেলার বরাট, বসন্তপুর ও মিজানপুর ইউনিয়নের ৫৬ জন ভূমিহীন নারী ও পুরুষের হতে বিভিন্ন পরিমানে বন্দোবস্ত দেয়া জমির দলিল তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভুমিহীন পরিবারের সংখ্য কমিয়ে আনতে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনার আলোকে প্রতিবছর জেলার ২৪০টি ভুমিহীন পরিবারকে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হচ্ছে। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা কৃষি খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা হচ্ছে। চাকুরী, পোত্রিক সম্পত্তিক থাকা মানুষ ভুমিহীন নয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান, তওশীলদার, সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী অফিসারের দেয়া ভুমিহীন ব্যক্তির তালিকা অনুযায়ী এ সব ভুমি বন্দোবস্ত দেয়া হয়েছে। মাত্র এক টাকার ডিসিআরের মাধ্যমে আজ জমি পেলেন ভুমিহীনরা। ফলে কোন ভুমি থাকা মালিক যদি এই জমি পেয়ে থাকেন তাহলে তার নাম কেটে দেয়া হবে। তিনি আরো বলেন, ওই জমি হস্তান্তর করা যাবে না, অথবা মাটি কেটে গর্তও করা যাবেনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়