রাজবাড়ীর বেলগাছির আরশিনগরে লালন স্বরণ উৎসব অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
- / ২০ Time View
ইমরান, আতিয়ার, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
‘সত্য বল সু-পথে চল ওরে আমার মন’-এই মর্মবানিকে হৃদয়ে ধারন করে সুফি স¤্রাট মহামতি সাধক লালন সাইজির আবির্ভাব দিবস উপলক্ষে রাজবাড়ীর বেলগাছির হরিহরপুর আরশি নগরে দিন ব্যাপি লালন স্বরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে ওই লালন উৎসব অনুষ্ঠিত হয়। বেলগাছি আরশিনগর লালন স্মৃতি সংঘ খানগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, লালন সাধক, কবি ও রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি-উপ-সচিব) ড. একেএম আজাদুর রহমান। লালন উৎসব অনুষ্ঠনের সভাপতিত্ব করেন বেল গাছি আরশিনগর লালন স্মৃতি সংঘের সভাপতি মোঃ রমজান আলী খান, সার্বিক পরিচালনায় ছিলেন বেল গাছি আরশিনগর লালন স্মৃতি সংঘের সাধারন সম্পাদক শেখ মোঃ আবু নাসির।
এসময় শ্রোতা ভক্তদের মাঝে মরমী সাধক লালনের আদ্ধাত্বিক বাউল গান পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মেন্টর ফেলোশিপ ইন মিউজিক লালন এন্ড বাউল পাগলা বাবুল, লালন সঙ্গীত শিল্পী তমিজ শাই, লালন শিশু শিল্পি রাজিয়া আক্তার মিম ও লালন সঙ্গীত সাধক আশরাফুল আলম আক্কাস। লালনের এ গান শুনতে বিভিন্ন স্থান থেকে শত শত ভক্ত অনুরাগিরা অনুষ্ঠানে হাজির হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়