এসপি’র নির্দেশে বিশেষ অভিযান, রাজবাড়ীতে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪১ –
- Update Time : ১০:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর ঘোষনা অনুযায়ী জেলা পুলিশের বিশেষ অভিযান গত রবিবার রাত থেকে শুরু হয়েছে। ওই অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ৫৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার মদ, ৪৭০ গ্রাম গাঁজা, ৮৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বীপরিতে থানা গুলোতে ১৭টি মামলা দায়ের হয়েছে।
জানাগেছে, ওই অভিযানে সদর থানা পুলিশের সদস্যরা জেলা সদরের বরাট ভাকলা স্কুল এ্যান্ড কলেজের দক্ষিণ পাশের রাস্তার উপর থেকে ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মুকুল সেখ ওরফে সাগর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মুকুল জেলার গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রামের মৃত মনির সেখের ছেলে। ওই অভিযানের থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ভুইয়া, এসআই জাহিদুল ইসলাম, এএসআই রমজান খন্দকার, এএসআই জামান মোল্লা, এএসআই ইনায়েত হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সদর থানা আরো ১১জনকে, বালিয়াকান্দি থানা ৫ জনকে, পাংশা থানা ১৩ জনকে, গোয়ালন্দ থানা ৬ জনকে এবং কালুখালী থানা আরো ৫জনকে গ্রেপ্তার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়