রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান –

- Update Time : ০৯:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮
- / ২৪ Time View
ইমরান হোসেন মনিম/আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকালে ওই মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী এ মেলার শুরু হয়। এ সময় শিক্ষা মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি ও শিক্ষা) সাদেকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমি, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। এছাড়া মেলায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ মেলা উপলক্ষে শিক্ষা মেলায় পাঁচ উপজেলার পাঁচটি স্টল অংশ নিয়েছে। এতে কবিতা আবৃত্তি, নৃত্য, কৌতুক ও গান পরিবেশন হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়