রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে কেকেএস কলেজ বিতর্ক উৎসব –
- Update Time : ০৮:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
- / ১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শনিবার সকালে কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস কলেজ বিতর্ক উৎসব-২০১৭ অনুষ্ঠিত হয়। কেকেএস এর আয়োজনে, পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টা রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) এর সভাপতি মেজবা-উল করিম রিন্টুর উদ্বোধন এবং বিকের ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান মধ্য দিযে দিনব্যাপী “কেকেএস কলেজ বিতর্ক উৎসব-২০১৮” অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার, রাজবাড়ী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজবাড়ী। বিতর্ক উৎসবটি সনাতন ও সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়। বিতর্ক উৎসবটি ৮টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়।
দলগুলো হলো- রাজবাড়ী সরকারি কলেজ-০১, রাজবাড়ী সরকারি কলেজ-০২, রাজবাড়ী সরকারি কলেজ-০৩, বিদ্যালয় রাজবাড়ী সরকারি কলেজ-০৪, বহরপুর ডিগ্রি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ , বেলগাছি বিকল্প কলেজ ও ডা.আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ । বিতর্কে চ্যাম্পিয়ন দল হচ্ছে- রাজবাড়ী সরকারি কলেজ-০১ ও রানার আপ রাজবাড়ী সরকারি কলেজ-০২ এবং শ্রেষ্ঠ বক্তা আহনাফ তামিদ খান নির্বাচিত হয়। অনুষ্ঠানের শুরুতে কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কর্মসূচি সংগঠক ফয়েজুল হক কল্লোল বলেন, এই কর্মসূচিটি রাজবাড়ী জেলার তৃণমূল পর্যায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাথে নিয়ে বাস্তবায়ন হবে। খেলাধুলা, সাংস্কৃতিক, সম্মাননা ও ঐতিহ্যবাহী মেলা থাকবে আমাদের অনুষ্ঠানমালায়। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করি। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এ ধরনের আয়োজন মেধা বিকাশে সহায়ক। প্রতিনিয়ত চর্চার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটে। কেকেএস সব সময় তাদের ব্যতিক্রমী আয়োজন আমাদের সামনে উপস্থাপন করে। এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যত হবে তত মেধা বিকাশে সহায়ক হবে। তিনি অংশগ্রহনকারী এবং বিজয়ী দলের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানের সভাপতি অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনা করে বড় চাকরী বা বড় বিতার্কিক হলেই চলবে না মানুষের মত মানুষ হতে হবে। সত্যিকারের মানুষ। আমি মুক্তিযোদ্ধা ছিলাম। দেশের জন্য যুদ্ধ করেছি। যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগকে স্মরন করে দেশের জন্য কাজ করে যেতে হবে। কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে শিশু-কিশোর ও তরুনদের মননশীল ও সুকুমার বৃত্তির উন্নয়ন, সুসংস্কৃতি, প্রগতিশীলতা, ইতিবাচক ও উন্নত মূল্যবোধ, অধ্যবসায়, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা শিক্ষা, সামাজিক চুক্তিসমূহের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ। এই কর্মসূচি রাজবাড়ী জেলার ৫ উপজেলার তৃনমূল পর্যায় বিভিন্ন স্কুল কলেজ, ক্লাব, সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সাংস্কৃতিক, ক্রীড়া, সম্মাননা এবং মেলা এসব বিষয়ের উপর বছরব্যাপী নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বিতর্ক উৎসবের বিচারক ও এই আয়োজনের সাথে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন। এরপর প্রত্যেক কলেজ সহ চ্যাম্পিয়ন ও রানার-আপ এর ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আয়োজনটির সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন ফকীর জাহিদুলইসলাম(রুমন), সহকারী নির্বাহী পরিচালক, কেকেএস, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়