রাজবাড়ীর শহীদওহাবপুরের শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা –

- Update Time : ১০:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
- / ২৭ Time View
মোঃ নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর ছকিরন নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার ৭ই মার্চ সন্ধ্যায় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপিকে জাকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। সংবধর্না অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শহীদ ওহাবপুর ইউনিয়নের অর্ন্তগত আলহাজ্ব নিজামউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আনিছুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান আসাদ কম্পিউটারের পরিচালক মিজানুর রহমান আসাদ মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ কাজী কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন শহীদ ওহাবপুর ইউনিয়নে সাবেক চেয়াম্যান ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মাদ ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদের সদস্য আজগর আলী বিশ্বাস ও শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ ফরিদ আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহীন খান, সভাপতি ছকিরন নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ শহীদ ওহাবপুর ইউনিয়ন শাখা। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন বর্তমান সরকার উন্নয়নের সরকার । তাই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে গোয়ালন্দমোড় কেন্দ্রিক উপজেলা বাস্তবায়নের জোর দাবী জানান। অনুষ্ঠানে বিভিন্নস্তরের জনসাধারনের মধ্যে কম্বল বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়