রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজে ৭ মার্চ পালিত –
- Update Time : ০৯:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মর্জি- দেলোয়ারা কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উপলক্ষে পুস্পমাল্য অর্পণ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহসভাপতি শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনতোষ কুমার দাস। বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটি দাতা সদস্য দেলোয়ারা বেগম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহজাবিন আকবর মুন, প্রভাষক তোফাজ্জেল হোসেন, অরুণ কুমার দাস, শিক্ষার্থী শারমিন আক্তার, স্বর্ণা খাতুন প্রমূখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়