বালিয়াকান্দিতে রাধানাথ অঙ্গনে পঞ্চম দোলের ৪ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান –
- Update Time : ০৯:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
- / ২৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রতিবছরের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোঁসাই গোবিন্দপুর গ্রামে শ্রী শ্রী রাধানাথ অঙ্গনে পঞ্চম দোল তিথীতে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান মঙ্গলবার থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল পঞ্চমদোল , ১৬ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন, ভোগরাগ ও প্রসাদ বিতরন। মঙ্গলবার দোল উৎসবে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, ওসি (তদন্ত) মোঃ জিয়ারুল ইসলাম, রাধানাথ অঙ্গনের গৃহকর্তা ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতি ডি এন চ্যাটার্জী , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা ড. ছায়া রানী ভট্টাচার্য্য, মহানগর পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী নিখিল কুমার সিকদার, অঙ্গনের সেবাইত রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি ও বালিয়াকান্দি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল চ্যাটার্জী, সম্পাদক সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক নিতিশ কুমার মন্ডল, সহ সম্পাদক কল্লোল কুমার বসু , সহ-সভাপতি বিধান চন্দ্র ঘোষ, নবাবপুর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীনেন্দ্র নাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি অমিত কুমার সাহা, বহরপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহন করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়