রাজবাড়ীতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষেভ মিছিল –

- Update Time : ০৮:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮
- / ২৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টিবেকারী শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা তাদের বিভিন্ন দাবী নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব সংলগ্ন জেলা শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিন করে। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্তরের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় রাজবাড়ীতে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টিবেকারী শ্রমিক উইনিয়নের সভাপতি মোঃনুরুল হুদার সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টিবেকারী শ্রমিক উইনিয়নের উপদেষ্টা রবিউল আলম মিনু,সহ-সভাপতি আলাউদ্দিন শেখ ,সাধারন সম্পাদক রবিউল ইসলাম ,যুগ্ন সম্পাদক কানু কুমার দাস,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ,দপ্তর সম্পাদক অমিতাভ প্রামানিক,কোষাধ্যক্ষ রহিম সেখ ও সদস্য বিষ ুসোম।
এসময় বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক উইনিয়নের নেতারা তাদের বিভিন্ন দাবীর ঘোষিত অংশ হিসেবে নুন্যতম মজুরি কাঠামো কার্যকর করা,চিকিতসা ভাতা-১৫০০,যাতায়াত ভাতা-১৫০০,১৫% ইনক্রিমেন্ট বৃদ্ধি শ্রমিক আইন ২০০৬ অনুযায়ী নিয়োগপত্র ,পরিচয়পত্র ,অসুস্থ্য জনিত ছুটি ,বিভিন্ন উৎসবের ছুটি,ক্ষতিপূরন ও গ্রাচুয়িটি প্রদান,৮ঘন্টা অতিরিক্ত শ্রমের বাড়তি মজুরি প্রদান,বছরে দুইটি উৎসব বোনাস প্রদান,গনতান্ত্রিক শ্রম আইন প্রনয়নসহ াবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা ,শ্রম আদালত গঠনকরে ৯০ কার্যদিবসের মধ্যে বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি করা প্রত্যেক শ্রমিকের পরিবারকে অন্যান্য প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী সম-পরিমানরেশনিং ব্যবস্থ্যা চালু করা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ তৈরীসহ উপযুক্ত বাসস্থানের ব্যবস্থ্যা করার দাবী জানান শ্রমিক নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়