ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন –

- Update Time : ০৯:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
- / ২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ওই কর্মসূচীতে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদ, ক্ষেত মজুর সমিতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতি, রাজবাড়ী বিজ্ঞান চেতানা, বন্ধু সভা, আলোর ঘর, রিপোটার্স ক্লাব, উদীচী শিল্প গোষ্ঠী, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন, বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্বতা প্রকাশ করে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গণজাগরণ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে গণজাগরণ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এজাজ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ২১শে পদকপ্রাপ্ত শিল্পী মনসুরুল করিম, ডাঃ আবুল হোসেন কলেজের প্রভাষক শামীমা আক্তার মুনমুন, ব্যবসায়ী প্রভাত কুমার দাস, মনিরুল ইসলাম, গণজাগরণ মঞ্চ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সুমন বিশ্বাস, সংগঠন ফকির শাহদাত হোসেন, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবা-উল-করিম রিন্টু প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা শিক্ষাবিদ ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে সংশ্লিষ্ঠ সকলকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়