পাংশায় ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন –
- Update Time : ০৯:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
- / ১৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় পাংশা পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। ”মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিবাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সহধর্মীনি মিসেস সাঈদা হাকিম,পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ,পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আক্তার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও অতিথিবৃন্দ। এ মেলায় পাংশা উপজেলার বিভিন্ন স্কুল কলেজ অংশ গ্রহণ করে স্টল পর্দশন করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়