রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণ –
- Update Time : ১০:০৪:০২ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ১২ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার,টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, মার্চ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাস। আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার ও নৌকার কোন বিকল্প নেই। নৌকা না আসলে ড. জাফর ইকবালের মত অবস্থা হবে আমাদের। তিনি ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, এর সাথে যারা সংশ্লিষ্ঠ তাদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। এ দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের সৃষ্টি হোক শেখ হাসিনা সরকার তা চান না। মৌলবাদ ও জঙ্গিবাদের কারণে আফগানস্থান ও পাকিস্তানের অবস্থা কি আপনারা তা ভালভাবেই দেখছেন। এ জন্য আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে।
তিনি বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। একই সাথে মাদ্রাসা শিক্ষাকেও যুগপোযোগী ও ডিজিটালাইজ করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে দু’টি করে ট্রেড চালু করা হবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এমসিকিউ পদ্ধতী তুলে দেয়া হবে। এই এমসিকিউ পদ্ধতীর কারণেই সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
“যাত্রা তব শুরু হোক হে নবীন, কর হানি দ্বারে নবযুগ ডাকিছে তোমারে” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নবীন বরণ আজ রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার করের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মীনি রেবেকা সুলতানা , কন্যা কানিজ ফাতেমা চৈতি, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম ইকরামুল করিম, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান উৎযাপন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ মন্ডল। উপস্থিথ ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়