রাজবাড়ীর জেলা জজ শীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান-

- Update Time : ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক কর্তৃক পুলিশ সুপার সালমা বেগম পিপিএমকে জেলা জজ শীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর পক্ষ হতে বিদায় সংবর্ধনা জানানো হয়। আজ রবিবার সকালে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা জজ শারমিন নিগার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর করিব, যুগ্ন জেলা জজ প্রথম আদালত সৈয়দ মাসফিকুল ইসলাম, যুগ্ন জেলা জজ দ্বিতীয় আদালত লুৎফর রহমান শিশির, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান ও নাছিমা তালুকদার মুনমুন, সিনিয়র সহকারী জজ কাইসুন নাহার সুরমা, পাংশা আদালতের সহকারী জজ ইসরাত জাহান, সহকারী জজ জাকির হোসেন ও ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা’কে। সেই সাথে রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা’কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলী করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়