ঐতিহাসিক মার্চ মাস পালন উপলক্ষে রাজবাড়ী জেলা আ:লীগের যৌথ সভা অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ২২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
৭ ই মার্চ, ১৭ ই মার্চ, ২২মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ পালন উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ যৌথ সভার আয়োজন করেছে। আজ রবিবার সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের আংশগ্রহনে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় প্রধান আতিথি হিসেবে দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের ্এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী।
এ সভার সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডা: আব্দুস সোবাহান। এসময় আন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক সিভিল সার্জন পারিজাত কুমার পাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গনেশ নারায়ন চৌধুরী, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর উজির আলী শেখ, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ ওহিদুজ্জামান, এডভোকেট শফিকুল ইসলাম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রতিবুল ইসলাম পিন্টু, বানিবহ ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু প্রমুখ।
সভায় ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন, ২২ মার্চ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হওয়া, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হবে। যে কারণে সকল নেতাকর্মীকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দিবস গুলো পালন করার আহবান জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়