রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন –
- Update Time : ০৯:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নানা মূখি কর্মকান্ডের জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।
প্রধান মন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিন শনিবার সন্ধ্যায় তার হাতে ক্রেষ্ট ও সনদ পত্র তুলে দেয়া হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. রহিম বক্স প্রমুখ।
উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে নাগরিক সেবা, ‘আমার বিদ্যালয় আমার অহংকার-পরিষ্কার পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার’ শ্লোগানে ১ ডিসেম্বর বিজয়ের মাসের শুরুতে উপজেলা সকল বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়া ও শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচী পালন, গোয়ালন্দ উপজেলার ইতিহাস ঐতিহ্য-কৃষ্টি নিয়ে উপজেলার থিম সং রচনা, তীব্র শীত উপেক্ষা করে হত দরিদ্রদের হাতে কম্বল তুলে দেয়া, ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনের মধ্যদিয়ে উপজেলা ক্রীড়া সংস্থাকে কার্যকর করা, শিক্ষার মাননোন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাৎক্ষনিক কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন, সুশৃঙ্খল ভাবে জেএসসি ও এসএসসি পরীক্ষা সমাপ্ত করা, প্রতিটি বিদ্যালয়ে কাব/স্কাউটিং চালু করা, উপজেলা শিল্পকলা একাডেমী সচলের পদক্ষেপ গ্রহন করা, অনলাইন কৃষি মার্কেটিং কার্যক্রমের উদ্যোগ, সামাজিক অবক্ষয় ও বাল্যবিয়ে রোধে অবদান, বিদ্যালয় বিহীন স্থান/বিচ্ছিন্ন চর এলাকায় শিশুদের শিক্ষাদানের লক্ষ্যে কুশাহাটার চরে এনজিও’র সহযোগিতায় বিদ্যালয় স্থাপন, মাদক নির্মূলে বিশেষ অবদান রাখার জন্য মো. আবু নাসার উদ্দিন জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
ইতিপূর্বে ২০১৬ সালে তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালনকালে প্রাথমিক শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়