রাজবাড়ী কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত-
- Update Time : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
- / ১৪ Time View
রুবেলুর, আতিয়ার, ইমরান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। এ জন্য এমিিসকিউ পদ্ধতি বাদ দিতে হবে। একটি চক্র সরকারকে বিব্রত করতে প্রশ্নপত্র ফাসের মত জঘন্ন কাজ করছে। আমি পরীক্ষার হলে গিয়ে দেখেছি এখনবার শিক্ষার্থীরা নকল করেন না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়