রাজবাড়ীর আবোল তাবোলে নবীন প্রবীনের মিলনমেলা –
- Update Time : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“তুমি যাবে ভাই, যাবে মোড় সাথে” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর আবোল তাবোল শিশু সংগঠনের ২৫ বছর পূর্তিতে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে নবীন প্রবীনদের মিলনমেলার সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ীর আবোল তাবালো শিশু সংগঠনের নিজস্ব প্রাঙ্গণে দ্বিতীয়দিনের অনুষ্ঠানে দেশরে বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা রজতজয়ন্তীরে উৎসবে এসে যোগদান করেন।
আবোল তাবোলের নবীন প্রবীনরা সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়েন পড়েন এবং কর্ম ব্যস্তময় জীবনেরে বর্ননা দেন। এছাড়া সবার সহযোগিতায় সংগঠনের সমৃদ্ধ কমনা করেন। এর সকালে হরেক সাজ আর বাঁশির সুরে সংগঠনের সদস্যদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। সন্ধ্যায় বিভিন্ন সংগঠনের একক ও দলীয় সংঙ্গীত পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী আবোল তাবালো শিশু সংগঠনের সভাপতি এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী, সাধারন সম্পাদক এ্যাডঃ সফিকুল আজম মামুন, অভিনয় শিল্পী লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ প্রমূখসহ সংগঠনের নবীন প্রবীন ও আমন্ত্রিত অতিথিরা। উৎসবের তৃতীয় ও শেষ দিনে রয়েছে রাজবাড়ীর আবোল তাবালো শিশু সংগঠনের নবীন ও প্রবীণদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পুনরায় সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান।
উল্লেখ্য, ১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় জয়তজয়ন্তীর মূল উৎসব। এর পরে বিভিন্ন সংগঠনের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান (নৃত্য, আবৃতি, দলীয় ও একক সংঙ্গীত), আলোচনা সভা ও পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়