বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকা’র ‘ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা –
- Update Time : ০৬:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
- / ৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বালিয়াকান্দি উপজেলা সমিতি, ঢাকা’র ‘ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা-২০১৭’ শুক্রবার বিকালে রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ডি. এন. চ্যাটার্জীর সভাপতিত্বে সম্মেলন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য, সাবেক সচিব, রাজবাড়ী জেলা সমিতি, ঢাকা’র সভাপতি মোঃ শাহজাহান আলী মোল্লা, রাজবাড়ী জেলা সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক এন এ এম ইফতেখার (রফিক) প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বিশ^বিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম. আক্তারুজ্জামানের তত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডি. এন. চ্যাটার্জীকে পুনরায় সভাপতি ও মুহাম্মদ শাহিদুল ইসলাম (রিপন) কে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য (২০১৮-২০২০) ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঢাকাস্থ বালিয়াকান্দিবাসীদের মধ্যে প্রায় ২ শতাধিক সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ফকীর আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ^বিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম. আকতারুজ্জামান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব ড. মো: রেজাউল ইসলাম, সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল কাশেম, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ড. আবু সাঈদ রেজা, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডা. সৈয়দ হাসান ইমাম আল মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোবারক হোসেন, তাপস কুমার সরকার, আয়কর আইনজীবি সুকুমার অধিকারী প্রমুখ। এছাড়াও বিদায়ী সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো: জহুরুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী মো: তোফাজ্জেল হোসেন, প্রকৌশলী আর এ এম আবু হান্নান, প্রকৌশলী আসাদুজ্জামান প্রিন্স, ড. ছায়া ভট্টাচার্য, প্রকৌশলী নিখিল শিকদার, ডেপুটি এটর্নী জেনারেল এ্যাডভোকেট গৌতম কুমার সাহা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি ও উদ্বোধক হিসেবে ‘বেসরকারী সদস্যবিল ও সিদ্ধান্তপ্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র মাননীয় সভাপতি মোঃ জিল্লুল হাকিম এমপিদের উপস্থিত থাকার কথা থাকলেও সাংগঠনিক ব্যস্ততা এবং সংসদীয় এলাকার গুরুত্বপূর্ণ কাজের কারনে তাঁরা উপস্থিত হতে পারেননি। তবে তাঁরা তাঁদের প্রতিনিধির মাধ্যমে সমিতি’র অনুষ্ঠানের সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে রাত ৯.০০টায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়