নয় দিন পর মিলেছে পাংশার কলিমহরে কুপিয়ে হত্যা করা যুবকের পরিচয় –

- Update Time : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
- / ২২ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
গত ২২ ফেব্রুয়ারী সকালে জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া মাঠের একটি পেয়াজ ক্ষেতের মধ্য থেকে কুপিয়ে হত্যা করা অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার নয় দিন পর গতকাল শুক্রবার সকালে ওই যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। যুবকটির নাম বাবু খন্দকার, তার বাবার নাম সেকেন্দার খন্দকার। বাড়ী শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ব¤্রসর গ্রামে।
গতকাল শুক্রবার সকালে পাংশা থানায় আসেন নিহতের ভাই জিতু খন্দকার। সে নিহতের ছবি দেখে জানায় এটা তার ভাই। জিতু খন্দকার জানান, ব্যাটারী চালিত অটো রিকশা চালাতো বাবু খন্দকার। তবে সাম্প্রতিক সময়ে সে একটি ব্যবসা পরিচালনা করার চেষ্টা চালাচ্ছিল। যার অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারী সে রাজধানী ঢাকা যায়। ঢাকা থেকে তার সরাসরি কুষ্টিয়া যাওয়ার কথা ছিলো। এর পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিলনা। ফেসবুকে বাবুর ছবি দেখে স্থানীয়রা জানান বাবুকে হত্যা করা হয়েছে। লাশ পাংশা থানায় রয়েছে। যে কারণে তিনি পাংশা আসেন এবং লাশ শনাক্ত করেন। তবে কারা কি কারণে তার ভাইকে হত্যা করেছে এবং কিভাবেই বা লাশটি রাজবাড়ীর প্রত্যন্ত এলাকায় আসলো সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
এই হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এস,আই শাহীন মোল্লা জানান, ইতোমধ্যেই বাবুর পরিচয় সনাক্ত করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়