পাংশায় দোল যাত্রা উপলক্ষে শহর পরিক্রমা অনুষ্ঠিত –

- Update Time : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
- / ২২ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম ও পাংশা আদি মহা শ্বশান হরিবাসর সংঘের আয়োজনে এবং বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ পাংশা উপজেলা শাখা,বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাংশা উপজেলা শাখার সহযোগীতায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৩তম জন্ম জয়ন্তী উৎসব ও শ্রী শ্রী রাধা কৃষ্ণের দোলযাত্রা অনুষ্ঠান উপলক্ষে শহরে বিশাল শোভাযাত্রা (শহর প্ররিক্রমা) অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার দুপুরে মাগুড়াডাঙ্গীতে অবস্থিত শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দির এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্ররিক্রমা শেষে পাংশা আদি মহা শ্বশান এলাকায় গিয়ে মহা প্রভুর প্রসাদ বিতরনের মদ্য দিয়ে শেষ হয়েছে। এ সময় রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাংশা উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার কুন্ডু,উপজেলা পুজা পরিষদের সভাপতি বাবু সুব্রত কামার দাস (সাগর), সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার কুন্ডু,শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি শ্রী ভজো গোবিন্দ দে,দিপক কুমার কুন্ডু,সুব্রত কুমার দে সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়