রাজবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন –

- Update Time : ০৯:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারের রুপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমসমূহকে উৎসাহিত করা ও জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়েরর এটুআই প্রোগ্রাম ও জেলা প্রশাসন-এর উদ্যোগে রাজবাড়ীতে তিন দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ওই মেলা শুরু করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্দেঅরস করেন অতিথিরা। পরে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) একেএম আজাদুর রহমান, সিভিল সার্জন ডাঃ রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সাদেকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। মেলায় বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে ৭২টি স্টালে ডিজিটাল উদ্ভাবনী বিষয়াদী প্রদর্শন করা হচ্ছে।
অপরদিকে, সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী। মেলায় দ্বিতীয় দিনে থাকছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প উপস্থাপন এবং কুইজ প্রতিযোগীতা,সকল স্টলে ই-সেবাসমূহ উপস্থাপন,তাৎক্ষণিক পরামর্শ ও ই-সেবা প্রদান,আলোচনা সভা,অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে থাকছে ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ ‘বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সকল স্টলে ই-সেবাসমূহ উপস্থাপন,তাৎক্ষণিক পরামর্শ ও ই-সেবা প্রদান,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বর্নিল আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়