শোক : রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক সিরাজুল আলম ভুইয়া’র ইন্তেকাল –
- Update Time : ০৮:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা শহরের গড়ে ওঠা প্রথম “বলাকা স্টুডিও”-এর মালিক সিরাজুল আলম ভুইয়া (৭০) আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
আজ দুপুরে সিরাজুল আলম ভুইয়ার নিজ বাড়ী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ প্রঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, সাংবাদিক আবু মুসা বিশ^াস, দেলোয়ার হোসেন, কাজী আব্দুল কুদ্দুস বাবু, খন্দকার আব্দুল মতিন, মুরহুমের ছেলে পলাশ বক্তৃতা করেন। পরে লাশ রাজবাড়ী প্রেসক্লাবে আনা হয়। সেখানে রাজবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সংবাদকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং দোয়া-মোনাজাত করা হয়। পরে লাশ রাজবাড়ীর পৌরসভার ভবানীপুর গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সিরাজুল আলম ভুইয়া ৮০ দশকে সাপ্তাহিক কৃষাণ পত্রিকার কাজ শুরু করেন। পরবর্তীতে দৈনিক আজাদ, দৈনিক মিল্লাত, দৈনিক জনতা, দৈনিক গণজাগরণ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তার প্রতিষ্ঠিত বলাকা স্টুডিও ছিলো জেলার প্রথম স্টুডিও। এই স্টুডিও থেকে রাজবাড়ী প্রেসক্লাবের যাত্রা শুরু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়