রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত-
- Update Time : ০৮:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসায় মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী ডায়াবেটিক সমিতি উদ্যোগে জেলা শহরের কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে চার শতাধিক রোগীর সেবা প্রদান করা হয়। যার সার্বিক সহযোগিতায় ছিলেন, রাজবাড়ী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
রাজবাড়ীর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মোঃ ওয়াজিউল্লাহ মন্টু বলেন, এই ক্যাম্পে গ্যাষ্টিক, অলসার, লিভার, ডায়াবেটিস, হৃদরোগ, মেডিসিন, এলার্জি, শ্বাস কষ্ঠ, চর্ম ও গাইনি সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের জন্য ঢাকার বারডেম জেনারেল হাসপাতাল থেকে আগত চিকিৎসকেরা সেবা প্রদান করেন।
এ ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বারডেম গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডাঃ একেএম আজাদ খান, বারডেম হাসপাতালের এন্ড্রোক্রাইনোলজি ও ডায়াবেটলজি বিভাগের এমডি অধ্যাপক ডাঃ ফারুক পাঠান, অধ্যাপক ডাঃ মীর নজরুল ইসলাম, অধ্যাপক ডাঃ একেএম মহিবুল্লাহ, ডাঃ একেএম শাহীন আহম্মেদ, অধ্যাপক ডাঃ ফেরদৌসি বেগম, ডাঃ শুধাংশু শেখর বিশ্বাস ও রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালের কনসালটেন্ট ডায়াবেটলজিষ্ট ডাঃ অপূর্ব রায়।
এর আগে আগত চিকিৎসকদের ফলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মোঃ ওয়াজিউল্লাহ মন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন হাবিবসহ ডায়াবেটিক সমিতির কর্মকর্তারা।
উল্লেখ্য, রাজবাড়ী ডায়াবেটিক সমিতি ও রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের মাধ্যমে জেলার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়