গোয়ালন্দে জাতীয় পাট দিবসের রোড-শো –

- Update Time : ০৮:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
- / ৩০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকার মানিক মিয়া এভিনিউ বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে একটি বিশাল গাড়ির রোড-শো বের হয়। দুপুরে রোড-শোর বহর রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছলে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন তাদের স্বাগত জানান।
“সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে ৪৬টি গাড়ির বহর নিয়ে ফরিদপুর থেকে জামালপুরের উদ্দেশ্যে রোড-শো বের হয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. খুরশিদ আলম রোড-শোর নেতৃত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে রোড-শোর বহর পৌছলে তাঁদেরকে বরণ করে নেন গোয়ালন্দের ইউএনও মো. আবু নাসার উদ্দিন। সোনালী আঁশ হিসেবে খ্যাত পাটের চাষের মানুষের মাঝে আগ্রহ বাড়িয়ে তোলা ও পাটজাত পণ্যের ব্যবহারের উদ্ধুদ্ধ সৃষ্টি করতেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। ফরিদপুরে স্থানীয়দের সাথে মত বিনিময় অনুষ্ঠানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট হয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় রোড-শো বহর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়