যৌন হয়রানীর প্রতিবাদ করায় বখাটের নেতৃত্বে মারপিট করা দশম শ্রেণীর ছাত্রীকে-
- Update Time : ০৭:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রেমসহ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শাররীক ভাবে যৌনহয়রানীর প্রতিবাদ করার পর দিনই বখাটের নেতৃত্বে সহপাঠিদের সামনে দশম শ্রেণীর এক ছাত্রী (১৬) কে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গতকাল বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলো, রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চর শ্যামনগর গ্রামের আলেক মোল্লা ওরফে ছোট আলেকের ছেলে আরিফ মোল্লা (২০), আরিফের ভাই শরিফ মোল্লা, আরিফের বোন অজুফা বেগম, আরিফের মা তাসলিমা বেগম।
মামলাটির বাদী ওই ছাত্রীর বাবা জানান, বিদ্যালয়ে আসা যাওয়ার বখাটে আরিফ তার মেয়েকে প্রেমসহ কু-প্রস্তাব দিয়ে আসছে। ওই প্রস্তাবে রাজি না হবার পাশাপাশি তার মেয়ে ভয়ে ঘটনাটি কাউকে না জানিয়ে চুপ-চাপ থাকে। এরই মাঝে গত সোমবার বিকালে তার মেয়ে স্কুল থেকে বাড়ীর পথে রওনা হয়। সে স্থানীয় ঈদগা ময়দান সংলগ্ন কাঁচা রাস্তার উপর উঠতেই আরিফ মোল্লা তার মেয়ের গতিরোধ করে এবং আরিফ তার মেয়ের হাত ও ওড়না ধরে টানাটানির পাশাপাশি যৌনহয়রানী করে। মেয়ে চিৎকার করলে আরিফ চলে যায়। আকস্মীক ওই ঘটনার পর মেয়েটি মুশরে পরে এবং ঘটনাটি সে তার মাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের অবহিত করে। যে কারণে তারা ওই ঘটনার প্রতিবাদ স্বরুপ তা আরিফের বোন অজুফা বেগম ও মা তাসলিমা বেগম জানান। এতে আরিফসহ অন্যান্য সকল আসামিই ক্ষিপ্ত হন এবং তার মেয়ের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হয়। গত মঙ্গলবার বিকালে স্কুল থেকে চার জন সহপাঠির সাথে তার মেয়ে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তারা আসামিদের বাড়ীর সামনের রাস্তায় পৌছাতেই আরিফের নেতৃত্বে মেয়ের পথ রোধ করা হয় এবং সহপাঠিদের সামনেই মেয়ের মাথার চুল ধরে কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে বাঁশের লাঠি দিয়ে অমানবিক ভাবে মারপিট করে। ফলে মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে নিলা ফোলা জখম হয়। সে সময় মেয়ে ও তার বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। ওই অবস্থায় মেয়েকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেই সাথে তিনি আসামিদের চিহ্নিত করে থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তারা ও রাজবাড়ী থানার এসআই মামুন অর রশিদ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়