রাজবাড়ীতে আগামী কাল থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা –
- Update Time : ১০:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ১২ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আগামী কাল থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮।
সরকারের রুপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমসমূহকে উৎসাহিত করা ও জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়েরর এটুআই প্রোগ্রাম ও জেলা প্রশাসন রাজবাড়ী এর উদ্যোগে তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ শুরু হচ্ছে আজ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এম পি ।এছাড়া সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর হতে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে শোভাযাত্রা,ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ এর শুভ উদ্ভোধন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম দিনের সূচনা হবে।মেলায় দ্বিতীয় দিনে থাকছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প উপস্থাপন এবং কুইজ প্রতিযোগীতা,সকল স্টলে ই-সেবাসমূহ উপস্থাপন,তাৎক্ষণিক পরামর্শ ও ই-সেবা প্রদান,আলোচনা সভা,অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে থাকছে ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ ‘বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সকল স্টলে ই-সেবাসমূহ উপস্থাপন,তাৎক্ষণিক পরামর্শ ও ই-সেবা প্রদান,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বর্নিল আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়