কালুখালী-ভাটিয়াপাড়া সেকশনে ২ হাজার কোটি টাকা বরাদ্দ প্রদান –
- Update Time : ১০:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১৭ হাজার ৯৮৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। ওই সভায় কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী -গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পটির প্রক্কলিত ব্যয় ২১১০.২৭ কোটি টাকা। যা বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের উপস্থাপিত ১৫টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ১১ হাজার ৯৪০ কোটি ৩২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৫২৩ কোটি ৬৯ টাকা এবং প্রকল্প সাহায্য ৫ হাজার ৫২৩ কোটি ২২ লাখ টাকা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়