রাজবাড়ীতে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন আবেদনের উদ্বোধন –

- Update Time : ০৬:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হোক বাংলা এই দাবীতে রাজবাড়ীতে আনুষ্ঠানিক ভাবে অনলাইন আবেদনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে জাতিসংঘে বাংলা চাই শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সবাই অনলাইন ভোটিং কার্যক্রমে অংশ গ্রহন করেন।
এতে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইন আবেদনের উদ্বোধন করেন, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জাগোনিউজ২৪.কম রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান।
রাজবাড়ী বে-সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ও সাংবাদিক আসিফ মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ডাঃ আব্দুর রহিম মোল্লা, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মমিন, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাত দাস বিষœু প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, এসএ টিভির জেলা প্রতিনিধি সাজিদ হোসেন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মোনিম, দৈনিক নবচেতার জেলা প্রতিনিধি আনোরুল ইসলাম, স্থানীয় দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রতিনিধি আতিয়ার রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা ।
আলোচনা শেষে অতিথিরা (www.jagonews24.com/MakeBanglaOfficial) এই লিংকে প্রবেশ করে ভোট দেওয়া যাবে বলে সবাইকে অবহিত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়