কেন্দ্র -জেলা ছাত্র লীগ মুখোমুখি, রাজবাড়ী জেলা ছাত্র লীগের সভাপতি, সম্পাদককে কারণ দর্শানোর নির্দেশ-
- Update Time : ০৪:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কেন্দ্র ঘোষিত কমিটি উপেক্ষা করে জেলা ছাত্র লীগ গোযালন্দ উপজেলা কমিটি ঘোষনা করায় উপজেলা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্র লীগ। সেই সাথে গোয়ালন্দের পৌর ও কামরুল ইসলাম কলেজের কমিটিও বিলুপ্ত ঘোষনা করেছে এবং জেলা কমিটির সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাইফুল ইসলাম এরশাদকে ৪৮ ঘন্টার মধ্যে কেন সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি। রোববার ২৫ ফেব্রয়ারী কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি মোঃ সাইফুর রাহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
গত ৬ ফেব্রয়ারী কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মেহেদী হাসান রুবেলকে সভাপতি আবু বক্কার খোকনকে সাধারণ সম্পাদক করে ছাত্র লীগের গোয়ালন্দ উপজেলা কমিটি ঘোষনা করে। এর জেলা কমিটির সভাপতিসহ অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। গোয়ালন্দ উপজেলার আগের কমিটি ও কেন্দ্র ঘোষিত কমিটি মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। এরপর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী দুই কমিটিকে শান্ত থাকতে বলেন।
কিন্তু হঠাৎ করেই গত ২৪ ফেব্রয়ারী জেলা ছাত্র লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাজিমুল ইসলাম বৃটেনকে সভাপতি ও তুহিন দেওয়ানকে সাধারণ সম্পাদক করে গোয়ালন্দ উপজেলা ছাত্র লীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।
এ ঘটনার একদিন পরে ২৫ ফেব্রয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়ালন্দ উপজেলা, গোয়ালন্দ পৌর ও গোয়ালন্দ কামরুল উসলাম কলেজের কমিটি বিলুপ্তি ঘোষনা করে। সেই সাথে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গঠন তন্ত্র বিরোধী কাজ করায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে না এই মর্মে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ঘটনার পর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ জানান, তারা কেন্দ্রীয় কমিটির দেয়া নোটিশের জবাব প্রদানের উদ্যোগ নিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়